প্রশাসনিক
সভাপতির বাণী
মােঃ মিজানুর রহমান
সভাপতি
বিগত দিনে জুনিয়র স্কুল সার্টিফিকেট ও এস.এস.সি পরীক্ষায় এ বিদ্যালয়ে পাশের হার ভাল অবস্থানে রয়েছে। অভিভাবক যে আস্থা ও বিশ্বাস নিয়ে তাঁদের সন্তানদেরকে আমাদের হাতে অর্পণ করেছেন আশাকরি পরিচালনা পর্ষদ, এলাকাবাসী ও সম্মানিত অভিভাবকসহ সকলের সার্বিক সহযোগিতায় এই বিদ্যালয়টি তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে। আগামীদিনে বিদ্যালয়ের মান উন্নয়নে অভিভাবকদের যে কোন পরামর্শ সাদরে গৃহীত হবে। বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে সেজন্য পাড়ালেখার পাশাপাশি অনান্যা সহ শিক্ষা কার্যক্রমের মাধ্যমে তারা তাদের মেধা বিকাশিত হবে এর ফলে প্রতিষ্ঠানের উৎকর্ষতা আরো বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস।
প্রধান শিক্ষকের বাণী
ফিরোজা পারভীন
প্রধান শিক্ষক
আস্সালামু আলাইকুম। সম্মানিত অভিভাবক, আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল শুভ কামনা। যুগান্তরে ঐতিহ্যবাহী খাগজানা উচ্চ বিদ্যালয় এই জনপদে শিক্ষার আলো বিস্তার করে যাচ্ছে। আধুনিক ও যুগোপযোগী লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে এ প্রতিষ্ঠানটির রয়েছে গৌরবময় ইতিহাস। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানসকণ্যা জাতির জনক বঙ্গবন্ধুর কণ্যা জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার মোতাবেক ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে শতভাগ শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদানের মাধ্যমে লেখাপড়ায় উৎসাহ প্রদান করা হচ্ছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি দক্ষ ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এক ঝাঁক মেধাবী ও ক্ষ্যাতিমান শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সম্মানিত অভিভাবক-অভিভাবিকা, এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী ও অত্র বিদ্যালয়ের শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা আমি একান্ত ভাবে কামনা করছি।